গোলকিপারদের সময় নষ্ট ঠেকাতে ফুটবলে আসছে নতুন নিয়ম
প্রকাশঃ
ফুটবলে সময় নষ্ট করার কৌশল এবার কঠোরভাবে দমন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো গোলকিপার বল হাতে ধরে আট সেকেন্ডের বেশি সময় নেন, তবে বিপক্ষ দল পাবে কর্নার কিক!
এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী, গোলকিপার বল ধরে ছয় সেকেন্ডের বেশি সময় নিলে তার শাস্তি ছিল পরোক্ষ ফ্রি-কিক। কিন্তু বাস্তবে রেফারিরা এটি খুব কমই প্রয়োগ করতেন, কারণ গোলমুখ থেকে ফ্রি-কিক নেওয়া মানেই নিশ্চিত গোলের সুযোগ তৈরি হওয়া।
একটি মন্তব্য পোস্ট করুন